আজম রেহমান, ঠাকুরগাঁও: ২৪ আগষ্ট দুপুরের দিকে উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয় গেটে উপজেলার দুর্নীতি বিরোধী ছাত্র জনতার ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন সহ সমাবেশ করেছে।
সমাবেশ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক সহ তার দোষরদের বিচার ও শাস্তির দাবি করা হয়।
বক্তারা বলেন, দুর্নীতির হোতা প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখবে। সমাবেশে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও বাম সংগঠনের নেতারা অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে আবু সালেহ মো: সিহাব, লিটন সরকার, হৃদয় ইসলাম, রবিউল আলম, অভিভাবকদের পক্ষে মো: তোবারক আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক মো: মর্তুজা আলম, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এ্যাড আবু সায়েম প্রমুখ। বেশ কিছুদিন ধরেই দুর্নিতীবাজ প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থী জনতারা আন্দোলন করে আসছে কিন্তু প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিষয়টির নিষ্পত্তি হচ্ছেনা।