ঠাকুরগাঁও প্রতিনিধি:: জেলার পীরগঞ্জ উপজেলায় ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম(ইউপিজি) এর উদ্যোগে গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কমিউনিটিতে পলিথিন বর্জন অভিযান-২০২৪ উপলক্ষে হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামে “ আসুন আমরা পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষনে ভুমিকা রাখি” প্রতিপাদ্য কে সামনে রেখে এক র্যালি ও আলোচনা সভা ৫ জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
পলিথিন বর্জনে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: মাহফুজা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক ইউপিজি প্রোগ্রাম এর শাখা ব্যবস্থাপক অনন্ত কুমার সিংহ, গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো: বেলায়েত হোসেন, ভেবরা সারকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক লাকি চৌধুরী, গ্রাম কমিটির সাধারন সম্পাদক স্বাধীন চন্দ্র রায়, অর্থ সম্পাদক ধর্ম নারায়ন রায় প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ জুন ২০২৪

Discussion about this post