ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের বউয়ের কোল চেপে ভোট দিতে এসেছিলেন ৭১ বছর বয়সী আফরোজা বেওয়া।
শখের বসে ভোট কেন্দ্রে এসেছেন তিনি হয়তো এটিই জীবনের শেষ ভোট।
আফরোজা বেওয়া মেলান্দহের পাছপয়লা এলাকার মৃত ইয়ারআলী মন্ডলের স্ত্রী।
আফরোজা বেওয়া বলেন, আমার মন চাইছে একটু ভোট দিবের। আমি ক্যানসারের রুগী কখন মইরে যাই ঠিক নাই। একা আসতে পারিনা তাই ছেলের বউ কোলে নিয়ে আইছে ভোট দিবের।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post