হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমকে হালদা নদীর মা মাছ সুরক্ষা ও মৎস ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ জেলা পর্যায়ে জাতীয় মৎস্য পদক-২০২২ প্রদান করা হয়েছে।
রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২’ উপলক্ষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা মৎস কর্মকর্তা ফারহানা লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের হাতে পুরস্কার হিসাবে পদক ও সনদ তুলে দেন।
জানা গেছে, হালদা নদীতে গত ১১ সেপ্টেম্বর ২১ ইং থেকে চলতি সালের ২৩ জুলাই পর্যন্ত নদী ও মা মাছের সুরক্ষায় মোট ৬৮ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম। এবং অভিযানে নদীতে অবৈধভাবে বসানো ৯০,৫০০ মিটার ঘেরাজাল ও ২৫,০০০ হাজার মিটার ভাসাজাল জব্দ করা হয। সাথে ঘেরাজাল,ভাসাজাল ও বরশি বসানোর কাজে ব্যবহৃত ১২ টি নৌকা, বালু উত্তোলনে ব্যবহৃত ৭ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আর অভিযানে জরিমানা আদায় করা হয় ১,১০,০০০ হাজার টাকা। কারাদণ্ড প্রদান করা হযেছিলো ২ জনকে। তাদের একজনকে ১৫ দিন আরেকজনকে বিনাশ্রম ১ মাসের। মা মাছ উদ্ধার করা হয় ২টি।তাদের মধ্যে ১৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ এবং ১ টি জীবিত মা মাছ উদ্ধার করে তা পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমকে জানান, হালদা নদীর সুরক্ষায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন এ স্বীকৃতি তাদের সকলের। উপজেলা প্রশাসন হাটহাজারীর পক্ষ থেকে সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post