Print Date & Time : 8 August 2025 Friday 12:41 am

পুলিশকে ৯৯৯ কল করে বিষপানের খবর দিলেন ওমর আলী নিজেই

নিজের হাতে বিষপানে করে নিজেই আর্তনাদ করে বলছেন বিষক্রিয়ায় মরে যাচ্ছি আমাকে বাঁচান এ কথা গুলো বলছেন ৯৯৯ কল দিয়ে জানিয়ে ছিলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু সুতারের ছেলে ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি। নিহত ওমর আলী একজন আনারসের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ কল পেয়ে এলাকার বিভিন্ন জায়গায় চল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে থানায় ফিরে আসে। খোজাঁখুজির  প্রায় ২১ ঘন্টা পর বাড়ির ১ কিলোমিটারের মধ্যেই ওমর আলীর মরদেহ সন্ধান পাওয়া যায়।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসনি। ওমর আলী নিজেই রাত্রি আনুমানিক সাড়ে আটটার দিকে ৯৯৯ কল দিয়ে বিষ পানের কথা পুলিশকে জানায়। পুলিশ কল পেয়ে এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তার কোন সন্ধান পায়নি। 

এদিকে ১ অক্টোবর বুধবার সন্ধ্যারদিকে পোল্ট্রি খামারের উত্তর পূর্বকোনে জোয়াহের আলীর ধানক্ষেতে ওমর আলীর মরদেহ সন্ধান পাওয়া যায়। স্থানীয় বাদল মিয়া জানান, মরদেহ বিষের গন্ধ পেয়েছি। এসআই আজাহার আলীও বিষের গন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত ৯টায় ঘটনা স্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। 

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পারিবারিক অভিমানে বিষ পানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ নভেম্বর  ২০২৩