রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজশাহী মেট্রপলিটনের পুলিশ সদস্য মোঃ জাহিদুল ও শামীম হায়দার। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের নিকটে এয়ারপোর্ট থানার টহল পুলিশের গাড়িকে লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পার্শ্ববর্তী ফাঁকা বরই বাগানের দিকে পালিয়ে যায়।
ওসি বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুই জন পুলিশ সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post