নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের অভয়নগর থানায় পুলিশের নির্যাতনে এক নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মৃত ওই নারীর নাম আফরোজা বেগম (৪০) তিনি নওয়াপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্যার স্ত্রী।
মাদক বিক্রির অভিযোগে ওই নারীকে শনিবার আটক করে থানা হাজতে রাখা হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
মৃত আফরোজা বেগমের ছেলে মোঃ আরিফ হোসেন মুন্না(২২) জানান শনিবার রাত ১১ টার দিকে অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের ও সিলনের নেতৃত্বে ৪ থেকে ৫ জন পুলিশ তাদের বড়িতে যায়। কোন মামলা ছাড়াই ওই রাতেই তার মাকে বাড়ি থেকে ধরে মার পিট করতে করতে থানায় এনে আটকে রাখা হয়। রোববার সকালে জানতে পারি আমার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু টেষ্ট করাতে বলেন। কিন্তু থানা পুলিশ কোন পরীক্ষা ছাড়াই তাকে আবার থানাতে নিয়ে আসে। থানাতে আসার পরপরই মা আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে আবার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশক্সকাজনক হওয়ায় সকাল ১১টায় তাকে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে। হাসপাতালে নেওয়ার পথে রাজারহাট নামক স্থানে পৌছালে তার মায়ের মৃত্যু হয়।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল ইসলাম জানান, রোববার সকালে হাসপাতালে পুলিশ একজন মহিলা রোগী নিয়ে আসেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, আফরোজা বেগম নামে একজন মাদক বিক্রেতাকে ৩০ পিস ইয়াবা সহ তার বাড়ি থেকে গতকাল (শনিবার) রাতে আটক করে থানায় নিয়ে আসি। রোববার সকালে সে অসুস্থ হয়ে পড়লে দুই দফায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post