Print Date & Time : 12 September 2025 Friday 10:30 pm

পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় ও উপহার বিতরণ

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি ঃহিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা পুজা উৎযাপন পরিষদ ও সাধারন হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম পাটেশ্বরী মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

সভাপতিত্ব করেন বাবু রঞ্জিত কুমার সাহা, সঞ্চালনা করেন অজিত রঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জেলা বিএনপির উপদেষ্টা, বীরমুক্তি যোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক যুগ্ন আহবায়ক সপিকার রহমান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম জিএস,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকত হায়াত প্রধান বাবু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ সহ প্রমুখ ।

এসময় উপজেলা বিএনপির পক্ষ হতে উপজেলার ২৯ টি পুজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়।