হেলাল উদ্দিন দৌলতপুর : শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
গত শুক্রবার ও শনিবার বিকেলে উপজেলার আড়িয়া ও খলিশাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয়ের কোন কারণ নেই।আমরা আপনাদের পাশে ছিলাম,আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন, আমি থাকতে কোন অন্যায় অবৈধ কাজ হতে দেবো না। আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন অন্যায় কাজ করে তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যত বাংলাদেশ পূর্ণগঠন হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।মন্দির পরিদর্শনের সময় বিএনপি,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,তাঁতীদল ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post