কুষ্টিয়া প্রতিনিধ
কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কুমারখালী শহরের নবগ্রহ মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এক সাথে মিলে আমার স্বাধীনতা সাংগ্রাম করেছি। কোন লোক একা স্বাধীনতার কৃতিত্ব নিতে পারবে না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান এক সাথে মিলেই স্বাধীনতা অর্জন করেছি। আমি হিন্দু ভাইদের বলতে চাই আপনারা সবাই মিলে সুন্দরভাবে পূজা উদযাপন করেন।
এসময় তার সাথে ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসগঠনের নেতা কর্মীরা।
প্রিন্ট করুন
Discussion about this post