ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন জনস্বার্থে সরকারের একটি জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইন বাস্তবায়নের দিক থেকে এই আইনের অনেক সফলতা পরিলক্ষিত হয়। আইন বাস্তবায়নের অগ্রগতি ও সফলতা ধরে রাখার জন্য সচেতনতামূলক কার্যক্রম, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, মোবাইল কোর্ট পরিচালনা ও আইনের উন্নয়ন জরুরী।
গতকাল সকালে খুলনা রেলওয়ে জেলার অধিনে পোড়াদহ রেলওয়ে থানার নবাগত ওসি মোহা: এমদাদুল হক এর সাথে সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাকের এক মতবিনিময় অনুুিষ্ঠত হয়। মীর আব্দুর রাজ্জাক আইন সংক্রান্ত বিষয়গুলো ওসি সাহেবকে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে অবহিত করেন।
সাফ‘র ইডি বলেন, আমাদের প্রত্যাশা ইউনিফরম পরিহিত অবস্থায় যেন কোন পুলিশ সদস্য ধূমপান না করে, পাবলিক প্লেস ও পরিবহনে কাউকে ধূমপান করতে দিবেন না। কেউ ধূমপান করে থাকলে তা ছেড়ে দিয়ে সেই অর্থ পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য রক্ষায় জন্য ব্যয় করার জন্য অনুপ্রাণিত করা। ধূমপান একটি অপচয় ও স্বাস্থ্যহানীকারী দ্রব্য। মাদকের প্রথম সোপান ধূমপান ছেড়ে দিয়ে নেশামুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানানো হয় । ট্রেনে যেন কেউ নেশাজাতদ্রব্য বিক্রয়, বহন ও ভোগ না করে তা খেয়াল রাখা জরুরী।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০২,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post