Print Date & Time : 11 September 2025 Thursday 8:12 am

পৌর কাউন্সিলর জামাল গ্রেপ্তার

মৌলবীবাজারের কমলগঞ্জের পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

জামাল পৌরসভার কামারগাওঁ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে কেন্দ্রীয় কমিটির বিএনপি’র সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত অক্টোবর মাসে পুলিশের ওপর হামলায় মামলার আসামি হিসেবে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পুলিশি প্রহরার প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//