ভেড়ামারা প্রতিনিধি – বিশিষ্ট লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরুর মানব জীবনের সফলতা ও জীবন পরিবর্তনের গল্প গ্রন্থ দুটির প্রকাশনা উৎসব উপলক্ষে ভেড়ামারার আলহেরা মডেল একাডেমী প্রাঙ্গণে যুগপৎভাবে দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব-২০২৪ আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে লেখক হাসানুজ্জামান খসরু রচিত গ্রন্থ দ্বয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আল-হেরা মডেল একাডেমির অধ্যক্ষ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব ও বাংলা একাডেমির জীবন সদস্য আলোচ্য গ্রন্থ দুটির লেখক হাসানুজ্জামান খসরু শুভেচ্ছা বক্তব্য দেন।
ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার উল আজিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ তাপস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মান্নাফ, মুফতি মাওলানা মোঃ আল আমিন , কবি আসমান আলী প্রমুখ প্রকাশিত গ্রন্থ বিষয়ে বক্তব্য রাখেন।
প্রকাশনা উৎসব এর সমাপ্তির পর আমন্ত্রিত অতিথি বর্গ বই মেলা ও পিঠা উৎসব এর শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল মুকুল সহ অন্যান্য অতিথিগণ উৎসব প্রাঙ্গণ তথা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
সেই সাথে উপস্থিত মিডিয়াকর্মীদের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করে সাক্ষাৎকার দেন।
বইমেলা ও পিঠা উৎসব প্রাঙ্গনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উৎসবকে ঘিরে মেলা প্রাঙ্গণে আগত অতিথিদের মধ্যে প্রাণবন্ত উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উৎসবের খবর ছড়িয়ে পড়লে শহর বাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সঞ্চার ঘটে। দর্শনার্থী ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আজ বুধবার উদ্বোধন হওয়া পিঠা উৎসবের সময়সীমা বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
উৎসবের আয়োজক বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আল-হেরা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলা একাডেমীর জীবন সদস্য হাসানুজ্জামানু জানান ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত মানব জীবনের সফলতা ও জীবন পরিবর্তনের গল্প গ্রন্থ দুটি একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটি আত্মউন্নয়নমূলক এবং প্রত্যেক পরিবারের সংগ্রহে রাখার মতন। ইতোমধ্যে পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে গ্রন্থ দুটি।
এরই প্রেক্ষিতে স্থানীয় গণমানুষের আকাঙ্কার অংশ হিসেবে ভেড়ামারা আলহেরা মিলনায়তনে প্রকাশনা উৎসব ও একক বইমেলার আয়োজন করা হয়েছে। সেই সাথে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ফেব্রুয়ারী ২০২৪