Print Date & Time : 25 August 2025 Monday 11:54 am

প্রকাশ্যে ভোট দিলেন ধর্ম প্রতি মন্ত্রী

গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্স রাখা টেবিলে প্রকাশ্যে সিল মেরে ভোট দিলেন জামালপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলাল।

সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতা কর্মীসহ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানার জন্য ধর্ম প্রতি মন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বার বার ফোন দেয়া হলেও তার মোবাইল ফোনটি ব্যাস্ত পাওয়া যায়।

সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান বলেন- ধর্ম প্রতি মন্ত্রী এই কেন্দ্রের ভোটার। তিনি সকাল ৯টার দিকে ভোট দিতে আসেন। তার সাথে দলীয় নেতাকর্মীরা ছিলেন। আমিও সেখানে ছিলাম। তিনি প্রকাশ্যে ভোট দেন নিই। তিনি ব্যালট বাক্সের পাশে ব্যালট রেখে সিল দিয়েছেন।

এমন কাজ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন- ভোট দেয়ার জন্য গোপন কক্ষ রয়েছে। একজন ভোটার প্রকাশ্যে ভোট দিতে পারেন না। এটি আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

ধর্ম প্রতি মন্ত্রী প্রকাশ্যে ভোট দিয়েছেন, এটি আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাবে মো: সিরাজুল ইসলাম বলেন- এই বিষয়টি আমার জানা নেই যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ করবো।

দৈনিক দেশতথ্য//এইচ//