গোফরান পলাশ, কলাপাড়া: মোটরসাইকেল দূর্ঘটনাকে হামলা বলে প্রতিপক্ষকে ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা ষড়যন্ত্র শুরু করেছেন, এমন দাবী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ষড়যন্ত্রের অভিযোগ করেন মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ফকির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা মদ খেয়ে মাতাল অবস্থায় রাতের আধারে মোটরসাইকেল ড্রাইভিং করছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল দূর্ঘটনা আহত হন তিনি। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পর ঘটনার মোড় পাল্টে নাটক সাজিয়ে হামলা বলে দাবী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোল্লা স্বতন্ত্র প্রার্থী মহবুব তালুকদারের পক্ষ নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জাড়িয়েছিলেন। প্রকাশ্যে উঠান বৈঠকে দলের নেতাকর্মীদের হাত কেটে দেয়ার হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গণমাধ্যমে উঠে আসে। এতে দল তাকে বহিষ্কারও করে।
চেয়ারম্যানের বাগান বাড়িতে অসামাজিক কর্মকান্ড, তার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগে চলমান একাধিক মামলার ফিরিস্তি তুলে ধরে নজরুল ফকির বলেন, আমরা নৌকার সমর্থক ছিলাম, তাই এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আনসার মোল্লার অপরাধ কর্মকান্ডের বিষয়ে আরও কথা বলেন, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আইয়ুব খান, সিপিপি কলাপাড়া উপজেলার ডেপুটি টিম লিডার মোঃ শফিকুল আলম শফি, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, ইউনিয়ন শ্রমিক লীগের নেতা মন্নান বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাল কাজী প্রমূখ।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৯,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post