গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেছেন, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, ভাই হিসেবে কথা বলছি। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ। আমাদের সমাজের অংশ। আপনারা আমাদের প্রেরণার উৎস। আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা করি। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।
গাজীপুর -৩ আননে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে বলে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৬ বছরে আপনাদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ ও যাতায়াত এক্সেসেবল করতে আমরা কাজ করব। আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার রক্ষা করার। যার ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা।’
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক রফিক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোখলেছ উদ্দিন, সহ সভাপতি আইয়ুব আলী, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার সুলতান উদ্দিন, শহিদুল্লাহ মোল্লা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post