মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর সঙ্গে চার দিনের রাস্ট্রীয় সফরে চীন ও বেইজিং গেছেন দুই ব্যবসায়ী নেতা টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ এমপি এবং রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। দুই জনের বাড়িই টাঙ্গাইলের মির্জাপুরে। খান আহমেদ শুভ এমপি টাঙ্গাইল জেরা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবংরাফিউর রহমান খান ইউসুফজাই সানি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য।
আজ সোমবার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে এই ব্যবসায়ী নেতা চীনে গেছেন বলে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল জানিয়েছেন।
জানা গেছে, খান আহমেদ শুভ দুই বারের এমপি এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান ও ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি আইয়ের পরিচালক এবং চলতি বছর সিআইপি (ট্রেড) পেয়েছেন।
অপর দিকে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ছাড়াও মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ইবিএস গ্রুপের চেয়ারম্যান।
দৈনিক দেশতথ্য//এইচ//