Print Date & Time : 13 September 2025 Saturday 10:01 pm

প্রধান শিক্ষককে বরখাস্তের সুপারিশ স্কুল কমিটির  

নিজস্ব প্রতিবেদক, 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উওর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম  অসুস্থার জন ছুটি নেওয়ার পর ছুটির সময় পার করে স্কুলে না আসায় আমেরিকায় চিকিৎসা নেওয়ার কারণে স্কুল কমিটি বরখাস্তের সুপারিশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার (২১ জানুয়ারি) স্কুল কমিটিকে স্কুলে না যাওয়ার কারন জানিয়ে চিঠি দিয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি । 

প্রধান শিক্ষক বলেন, “আমি স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। স্কুলে চাটাইয়ের ব্যবহার যখন ছিল তখন থেকে আমি স্কুলটি চালিয়েছি। আমি অসুস্থতার কারণে স্কুল থেকে ছুটি নিয়ে চিকিৎসা নেওয়ার পর আমি আবার স্কুলে যোগদান করি। পরবর্তীতে আমি অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে ঢাকা থেকে আমেরিকা চলে যায় পরে আমি দেশে ফিরে স্কুলে যোগদান করতে গিয়ে দেখি স্কুল কমিটি সুপারিশ করেছিল বরখাস্তের পরে বোর্ড থেকে চুড়ান্ত বরখাস্তের নির্দেশ দেয়। আমি স্কুলে না আসার কারণ জানিয়ে স্কুল কমিটিকে চিটি দিয়েছি্আমি আবারও স্কুলে পুনরায় যোগদান করতে চাই”।

এবিষয়ে স্কুল কমিটির সভাপতি এনামুল হক মঞ্জু বলেন, ” আমি তো জানি সে আমেরিকায় থাকে। আমি স্কুল কমিটিতে আসার পর তাকে স্কুল করতে দেখি নাই। সে তো মনে হয় এখনো আমেরিকায় ই আছে। সে দেশের বাইরে থেকে স্কুল চালাবে কিভাবে “।

কেএস, দৈনিক দেশতথ্য,২২ জানুয়ারি ২০২৩