নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য প্রবীণ সাংবাদিক এনায়েত রসুল আর নেই।
গতকাল রাত ৮টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আজ বাদ জোহর নারিন্দা শাহ সাহেব বাড়ি জামে মসজিদে মরহুমের জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কর্মজীবনে মরহুম এনায়েত রসুল বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং নিউএজ-এ বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এনায়েত রসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক দেশতথ্য//এস//