কুষ্টিয়া জেলার হাটশহরিপুর ইউনিয়ন মাদকসেবীও ব্যাবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হওয়া একটি জনপদে রুপ নিয়েছে। হাত বাড়ালেই সেখানে মিলছে নানা ধরণের মাদক। আর এসব হচ্ছে কেবল প্রভাবশালীদের নিয়ন্ত্রনে।
এই চক্রকে প্রশাসনিক সুবিধাসহ সকল প্রকার পৃষ্ঠপোষকতা দিয়ে নিয়ন্ত্রণ করছে ওই ইউনিয়নের প্রভাবশালী রাজনৈতিক নেতা, বংশ ও গোষ্ঠীর কয়েকজন। এসব বংশ গোষ্ঠী এক সময় একে অপরের বিপক্ষে হামলা পাল্টা হামলা ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাটসহ হত্যাযজ্ঞে মত্ত ছিলো। এখন তারা মাদক ব্যবসার ভাগ বাটোয়া নিয়ে বিরোধ ভুলে ভোল পাল্টে একাট্টা হয়েছে। এখন আর তাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টানের মতো কোন বৈষম্য বিভক্তি নেই। এখন সবাই ভাই ভাই, মাদক ব্যবসায় বিরোধ নাই। এভাবেই বলছিলেন ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের বৃদ্ধ আমদ আলী বিশ্বাস ।
ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ সবকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা বিদ্যালয়ের আশাপাশে মাদকাশক্ত ও মাদককারবারীদের দৈরাত্ন নিয়ে চরম ভয় ও আতঙ্কের মধ্যে আছে বলে জানিয়েছেন।
ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সুধিমহলের দাবি জরুরী র্ভিত্তিতে যদি এসব প্রভাবশালী নেতা ও গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বন্ধ না করা যায় তাহলে, কেউই রেহায় পাবেনা।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনাচারে সমৃদ্ধ। এখানে জন্ম নেওয়া অনেকেই প্রতিভা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষ্যাতি অর্জন করেছেন। কর্মপাগাল জনগোষ্ঠীর প্রয়াসে অর্জিত আর্থিক সমৃদ্ধিতেও শীর্ষস্থানে রয়েছে এই জনপদ। এখানকার অর্থনীতি খুবই মজবুত।
স্থানীয়রা জানান, হাটশ হরিপুর ইউনিয়নে ফারাজি পাড়ার মাঠ, মেছোপাড়ার গফুর হাজীর মোড়, রশিদ মোড়, কান্তিননগর শ্যানের মাঠ, মবের মোড়, শহীদ মাহমুদ হোসেন সাচ্চু প্রতিবন্ধী বিদ্যালয়, পুরাতন কুষ্টিয়ার বাবা একদিল শাহ এর মাজার, হাটশ হরিপুর বাজার ব্যাংকের মাঠ সংলগ্ন হরিপুর বড় গোরস্থান এলাকায় অবাদে চলে মাদকের কারবার।
হরিপুর বাজার এলাকার মুক্তার হোসেনের ছেলে রবুল ইসলাম জানান, হরিপুরের বড় বড় বংশের মানুষই এখন মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে মাদক কেনাবেচার বাজার। তারা যুব সমাজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারা কখনোবা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কখনোবা তাদের ম্যানেজ করেই মাদক ব্যবসা চালাচ্ছে। কাবিলের মোড় এলাকার মৃত আক্কেলর ছেলে মোঃ সাইফুল ইসলাম বলেন, হরিপুরে মাদক এখন ভয়ংকর রুপ ধারণ করেছে। এই ব্যবসা যদি বন্ধ না হয় ভবিষ্যৎ প্রজন্ম যাবে অন্ধকারে। মাদক ব্যাবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি করেছে হরিপুর ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিগণ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুসতাক হোসেন মাসুদ বলেন, ইউনিয়নের পাড়া মহল্লার রন্ধ্রে রন্ধ্রে গজিয়ে উঠা মাদক চক্র এখন এতোবেশী বেপরোয়া হয়ে উঠেছে যে ইতোমধ্যে তারা মাদক ছাড়াও চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। বিষয়টি একাধিকবার পুলিশ প্রশাসনকে অবগত করেও কোন সুফল পায়নি। এদের বিরুদ্ধে অসংখ্য লিখিত অভিযোগ জমা হয়েছে ইউনিয়ন পরিষদে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে নোটিশ করে ডেকেও কোন সাড়া দেয়না তারা।
এবি//দৈনিক দেশতথ্য//০৩ মার্চ, ২০২২//