খবর শুনে বিষপানে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
জোর করে অন্যত্র বিয়ে দেওয়ায় রুবিনা নামের এক প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেই খবর শুনে রিংকু নামের এক প্রেমিক ৩ জুলাই সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়।
জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর ঈদগাঁ পাড়ার রবিউল ইসলামের মেয়ে রুবিনা খাতুন (১৮) তার নানা বাড়ি দেবিপুর থেকে লেখাপড়া করতো। নানার বাড়ি থাকার সুবাদে দেবিপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে গার্মেন্টস ব্যবসায়ী রিংকুর (২৫) সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৮ জুন ঈদ-উল-আযহার আগের দিন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে সবুজের সাথে রুবিনার বিয়ে দেয় তার পরিবারের লোকজন।
রুবিনার মায়ের বাড়ি সূত্রে জানা গেছে, ঈদ-উল-আযহার পরের দিন থেকে রুবিনা ও তার স্বামী সবুজ তার মায়ের বাড়িতে অষ্ঠমোল্লা করছিলেন। ওই দিন সকালে রুবিনা থাকার ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রুবিনার মৃত্যুর খবর শুনে রিংকু বিষপান করে, রিংকু রুবিনার বাড়িতে হাজির হন।
রিংকুর গ্রাম সূত্রে জানা যায়, রিংকু ও রুবিনার মধ্যে দীর্ঘদিন প্রেম সম্পর্ক ছিল। রুবিনাকে জোরপূর্বক তার পরিবারের লোকজন দিয়ে দেয়। রুবিনা বিয়ের পর তার স্বামীকে মানতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তারা।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সইবুর রহমান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৮, তারিখঃ০৩-০৭-২৩ ইং। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post