Print Date & Time : 25 August 2025 Monday 12:08 pm

প্রেমের টানে চীনের এক যুবকের ধর্ম পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি: প্রেম কোনো সীমানা মানে না, এমন এক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খাজানগরে।

স্থানীয় এক তরুণীর প্রেমে পড়ে চীনের এক যুবক বাংলাদেশে এসে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন।

মাত্র ছয় মাসের পরিচয় ও সম্পর্কের মধ্যেই গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠতা। প্রেমের টানে যুবকটি বাংলাদেশে আসেন এবং নবদম্পতি বর্তমানে খাজানগরের ওই পরিবারের সঙ্গে বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, তরুণীর সৌন্দর্য ও নম্র আচরণে মুগ্ধ হয়ে বিদেশি যুবক দ্রুত সম্পর্কের গভীরে জড়িয়ে পড়েন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। কেউ এটিকে প্রেম ও মানবতার জয় হিসেবে দেখছেন, আবার কেউ ভাবছেন—বিদেশি যুবকের প্রতি স্থানীয় নারীদের ঝোঁক বাড়লে স্বদেশী যুবকদের মনে আঘাত লাগতে পারে।

স্থানীয়দের আশা, নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে।