মাহাবুল ইসলাম, গাংনী: প্রেমের টানে অবৈভাবে কাঁটাতার পেরিয়ে রুপা শেখ (১৬) নামের এক ভারতীয় তরুণী মেহেরপুরের গাংনীতে এসেছেন।
বাংলাদেশে এসে ওই তরুণী বিয়ে করেছেন প্রেমিক তারিক আলীকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মার্চ) চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে ওই তরুণী। এরপর প্রেমিক তারিক আলী (১৫) তাকে সঙ্গে নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে দুলা-ভাইয়ের বাড়িতে ওঠে। সেখানে গত বুধবার তারিক ও রূপার বিয়ে হয়। পরেরদিন বৃহস্পতিবার বিকেলে তারিক তার প্রেমিকাকে তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে নিয়ে আসে। প্রেমিক তারিক ভোলাডাঙ্গা গ্রামের ডাবলু আলীর ছেলে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
অপরদিকে প্রেমিকা রূপা শেখ ভারতের পশ্চিমবঙ্গের পোর্ট ক্যানিংয়ের হায়দার আলী শেখের মেয়ে এবং স্থানীয় শ্রী শ্রী রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণীর ছাত্রী। ভারতীয় তরুণী রূপা জানায়, প্রেমের কথা পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করে। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে এসেছি। পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসি। এখানে আসার পর আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
পাত্র তারিক আলী বলেন, ৪মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে রুপার সাথে তার পরিচয় হয়। সে গত মঙ্গলবার আমার কাছে চলে আসে তাকে পেয়ে আমি খুবই খুশি। এদিকে বিষয়টি জানাজানি হলে তাদেরকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রাসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষজন।

Discussion about this post