Print Date & Time : 22 August 2025 Friday 10:15 pm

ফটিকছড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ ফটিকছড়ি পৌরসভায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ ইসকন মন্দিরে রবিবার দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মহাসমারোহে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরী।বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, পৌরসভা কাউন্সিলর গোলাপ মাওলা।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারীর সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে ,সাধারণ সম্পাদক দুর্জয় দেওয়ানজী,সর্বগৌর দাস,বরণ্য যদুপতি দাস, শুভম কৃষ্ণ দাস,সেগুন দেবনাথ,ডাক্তার মানিক কুমার নাথ, আব্বাস খান উপস্থিত ছিলেন।
মন্দিরের সভাপতি সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী আগত ভক্তদের উদ্দেশ্যে জগন্নাথের মহিমা ও ভাগবতীয় প্রবচন প্রদান করেন। সাধারন সম্পাদক দূর্জয় দেওয়ানজী রথযাত্রা উপলক্ষে সকলকে হরেকৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন । তিনি আরো বলেন এই কলিযুগের জড় জগতের কিছু কিছু মানুষ এতই ব্যস্ত যে তাদের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময় হয় না।তাই আজকের এই তিথিতে স্বয়ং জগন্নাথ মন্দির হইতে বাইরে এসে ভক্তদের দর্শন দেন। যিনি একবার জগন্নাথকে ভক্তি সহকারে দর্শন করেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। যা অতীব দুর্লভ।

দৈনিক দেশতথ্য//এইচ//