Print Date & Time : 2 July 2025 Wednesday 7:08 pm

ফটোগ্রাফি সমাজের কথা বলে, ইতিহাস তুলে ধরে: ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়: ‘ফটোগ্রাফি সমাজের কথা বলে, ইতিহাস তুলে ধরে। তোমরা ফটোগ্রাফির সাথে যোগাযোগ স্থাপন করো। যাদের এই বিষয়ে শখ আছে তারা এটিকে শিল্প মনে করবে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির (IUPS) নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি নিজে ছবি তুলতে পারি না তবে এগুলোর প্রতি অনেক আকর্ষণ। ছবি কল্পনা করে বোঝার চেষ্টা করি। ফটোগ্রাফি মানুষের মেধাকে প্রকাশ করে। এছাড়াও ফটোগ্রাফিক সোসাইটি ফটো সাংবাদিকতার বিস্তার ঘটাচ্ছে। সারা পৃথিবী জুড়ে ফটোগ্রাফির চর্চা হয়। বিভিন্ন দেশে ফটো মিউজিয়াম রয়েছে। নেদারল্যান্ডসের কিছু মিউজিয়াম আমি প্রদর্শন করেছিলাম।’

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,প্রোক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইটসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আজকের নবীনবরণ ছিল IUPS এর উৎসব মুখরিত দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন। নতুন সদস্যদেরকে বরণ করে নিয়ে মানব সম্পদে রূপান্তর করা আমাদের প্রধান উদ্দেশ্য। বর্তমান যুগ মাল্টিমিডিয়ার যুগ এই যুগে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেখা বাঞ্ছনীয়। কারণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে একটা গল্পকে প্রকাশ করা যায়। আমাদের এখন প্রধান লক্ষ্য নবীনদেরকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে দক্ষতা করে তোলা। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তাদের অবদান যেন অন্যতম হয়।’