Print Date & Time : 20 July 2025 Sunday 9:36 am

ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে উত্তাল পটুয়াখালী

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে জড়ো হন মুসল্লিরা।

সমাবেশের বক্তব্য রাখেন, ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বরচিতো হামলা করে হাজার হাজার মুসলিম ভাই, বোন, বৃদ্ধ ও শিশুদের হত্যা করছে ইসরাইলি বাহিনী। অবিলম্বে এই গনহত্যা বন্ধ করার দাবি জানান তারা। এর প্রতিবাদ হিসেবে সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা।

এম/দৈনিক দেশতথ্য//