জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের বার্ষিক ফি কমানোর দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রশাসন ভবনে তালা দেন তারা, দুই দিন পর দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ শিক্ষার্থীদের সাথে আলোচনায় দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত রোববার (২৯ মে) বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কয়েকদফা তালা বদ্ধ করার ঘটনা ঘটে।
জানা যায়, গত রোববার (২৯ মে) বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কয়েকদফা তালাবদ্ধ করেন। ফিশারিজ বিভাগের আবাসিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক ফি ২২ হাজার ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার টাকা ধরা হয়। বার্ষিক ফি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করার জন্য আন্দোলন করেন।
ফিসারিজ বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ফি ৫ হাজার টাকা হলেও আমাদের ফিসারিজ বিভাগের ফি ২২ হাজার টাকা নির্ধারণ করে হয়। ফি ১০ হাজার টাকার নির্ধারণ করার জন্য তিন দিন ধরে আন্দোলন চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, অন্যান্য বিভাগের সেশন ফি ৫ হাজার টাকা হলেও আমাদের ফিসারিজ বিভাগের ফি এতো বেশী ধরা হয় কেন। মূলত এই ফি কমানোর জন্যই আন্দোলন করা হয়েছে। আন্দোলনরত অবস্থায় প্রশাসনিক ভবনে কয়েকবার তালা বদ্ধ করা হয়েছে।
ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার বলেন, ফিসারিজ বিভাগের শিক্ষার্থীরা ফি কমানোর জন্য আন্দোলন করে। অন্যান্য বিভাগের তুলনায় ফিসারিজ বিভাগের খচর বেশি। ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় ভ্রমণে যেতে হয়। তাই ফিশারিজ বিভাগে খরচ বেশি হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান বলেন, ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের খরচ একটু বেশি হয়। শিক্ষার্থীরা ফি কমানোর দাবি জানালে তাদের দাবি মেনে নেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post