Print Date & Time : 25 August 2025 Monday 4:03 pm

ফুলপুরে খেজুর পাড়তে গিয়ে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :

 ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকেছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।   

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর গাছ থেকে খেজুর পারতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।

পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ জুন,২০২৪//