Print Date & Time : 24 August 2025 Sunday 2:35 pm

ফুলবাড়ীতে দুই কৃষকের মাঝে ভুর্তকির হারভেস্টার মেশিন বিতরণ

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার (৮ মে) উপজলার দুইজন কৃষকের মাঝে ৫০ শতাংশ ভুর্তকিতে ধান কাটাই, মাড়াই কাজের দুইটি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে হারভেস্টার মেশিন দুইটির চাবি হস্তান্তর করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। ভুর্তকিতে হারভেস্টার গ্রহণকারী কৃষক দুইজন হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের খন্ডখুই গ্রামের কৃষক এনামুল হক ও কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের কৃষক আনসারুল ইসলাম।

হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়সহ সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, কৃষক, মেটাল ফ্যাফে কোম্পানীর কর্মকর্তা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিরেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মে ২০২৪