Print Date & Time : 2 July 2025 Wednesday 10:04 am

ফুলবাড়ীতে মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধসহ সংশ্লিষ্ট মাদক কারবারিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসীরা।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে উপরোক্ত কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দাদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান।
এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, ইউপি সদস্য দীলিপ কুমার রায়, আফতার আলী, আব্দুর রহমান, মাসুদ রানা, বেলাল উদ্দিন ডেভিড, হাসান আলী, সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান, শরিফুল ইসলাম, মো. নাসিম, মো. মেনাজুল, মো. আলম আশরাফুল প্রমুখ।

বক্তারা বলেন, মাদক কারবারিরা এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রির কারবার চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী কিশোর-তরুণ ও যুুবকরা মাদকাসক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন। এ কাজে বাঁধা দিতে গেলে মাদক কারবারিরা এলাকাবাসীদেরকে হুমকিসহ ভয়ভীতি দেখায়। দ্রæততম সময়ের মধ্যে এলাকার চিহ্নিত মাদক কারবারিদেরকে গ্রেপ্তারসহ এলাকাকে মাদক মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। মাদক বিরোধী কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক কারবারি জলিলের পরিবারকে নিয়ে। ইতোপুর্বে জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে কারাগারে সাজা ভোগ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং ছেলেকেও গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে মাদক নির্মূলে মাদকের এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান চলছে। #