Print Date & Time : 21 August 2025 Thursday 9:38 am

ফুলবাড়ীতে সংবাদিকের পিতার মৃত্যু : বিভিন্ন মহলে শোক

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুল আলমের পিতা মোফাজ্জল হোসেন (৮০) আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাব এর সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, জৈষ্ঠ্য সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত, দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু, দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

একইভাবে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো. ফিজারুল ইসলাম ভুট্টু, সহ- সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিন আমজাদ, সাংবাদিক মো. সোহাগ কিবরিয়া, মো. আরিফুল ইসলাম আরিফ, মোরশেদুর রহমন, এসএম জাকির হায়দার, লিটন সরকার, মো. রাফিউল ইসলাম, সফিকুল ইসলাম জুয়েল, মো. নূর ইসলাম, মো. সাহাজাহান, মেহেদী হাসান ও মো. আরিফুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান প্রমুখ।