Print Date & Time : 25 August 2025 Monday 12:23 pm

ফুলবাড়ীতে সচেতনতামূলক মতবিনিময় সভা

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক শান্তি বিকাশে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রাঙামাটি পিএস সেন্টারে সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জের উদ্যোগে গতকাল সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টায় আয়োজিত বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক শান্তি বিকাশে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।

সংস্থার প্রশিক্ষক জয়মনি সিংহের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারম্নজ্জামান, সিসিডিবি-সিপিআরপি’র এলাকা ব্যবস্থাপক হরিসাধন রায়, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল। সভায় সিসিডিবি-সিপিআরপি’র সমাজ সংগঠক সুমিত্রা রায়, স্টেফান কুজুরসহ নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//