প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকায় বাসবাসকারী ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে ফুলবাড়ী পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ী উপশহর মাঠে পৌরসভা আয়োজিত ঈদ আনন্দ ও বৈশাখী মেলার মঞ্চে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরুর সভাপতিত্বে এবং সংবাদিক আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২ নং প্যানেল মেয়র হারান দত্ত, পৌর কাউন্সিলর মাজেদুর রহমান, আব্দুল মজিদ, মমতাজুর রহমান পারভেজ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন প্রমুখ।
শেষে পৌরএলাকার ৫৮ কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৫ জন, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৩ জন রয়েছেন। এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৩ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে সুজাপুর উচ্চ বিদ্যালয়ের ৪৪ জন, গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ জন এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের ৩ জন।
দৈনিক দেশতথ্য//এইচ//