বড় দিন উপলক্ষে দিনাজপুরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের রাঙামাটিস্থ ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের উদ্যোগে রাঙামাটি গ্রামে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্রিষ্টধর্মালম্বী সমাজসেবক লক্ষ্মণ রাম টুডু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ও ট্রিনিটি লুথারেন চার্চের পাস্টর ধীরেন হাঁসদা। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রিনিটি লুথারেন চার্জ ট্রাস্টের সদস্য বাবুলাল হাঁসদা মাস্টার।
শেষে শুভ বড় দিন উপলক্ষে ট্রিনিটি লুথারেন চার্জ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার খ্রিষ্ট ধর্মালম্বী দুস্থদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে খ্রিষ্ট ধর্মালম্বী নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post