প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের উদ্যোগে দলিত ও আদিবাসী প্লাটফর্ম (এনএনএমসি) এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের লবিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত লবিং সভায় সভাপতিত্ব করেন গ্রাম কেন্দ্র আলো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলিত ও আদিবাসী প্লাটফর্মের (এনএনএমসি) সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমল কিস্কু, সদস্য ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সদস্য দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, গ্রাম কেন্দ্র আলো প্রকল্পের অ্যাডভোকেসি এন্ড ল্যান্ড অফিসার ফিরোজ আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন সিডিএফ রবিউল ইসলাম, সিডিএফ শাহানা পারভীন, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য গপিনাথ মুর্মু, গোপাল টুডু, নয়ন মুর্মু, নযসী মুর্মু, সুমী বেসরা, ভোলা বাঁশফোর, রাজা বাঁশফোর প্রমুখ।
প্রিন্ট করুন
Discussion about this post