দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুইটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দুই কোটি টাকা ব্যয়ে সড়ক দুইটির নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে রংপুর বিভাগ উন্নয়ন ও আইআরডিপি-৩ এর অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
নির্মাণাধিন সড়ক দুইটি মধ্যে ৪৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর বাজার থেকে পূর্ব সীমানা পর্যন্ত ৪৬০ মিটার এবং অপরটি দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের বাগধারা মোড় থেকে খয়েরবাড়ী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক রয়েছে।
সড়ক দুইটির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মোসলেম উদ্দিন প্রমুখ।
এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোসলেম উদ্দিন বলেন, সড়ক দুইটির নির্মাণ কাজ মধ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ডাব্লিউবিএম এর কাজ শেষ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত দিনাজপুর-৫ নির্বাচনী এলাকার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার প্রায় ৯৫ভাগ সড়কের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। আর অবশিষ্ট যেটুকু আছে তা সরকারের এ সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post