দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাব এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সন্ধ্যায় ফুলবাড়ী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক হারুন উর রশীদ, সাগঠনিক সম্পাদক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, কার্যকরী সদস্য হিরেন্দ্র নাথ বর্মন, দৈনিক কালবেলা প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু, সহযোগী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনসহ মাগফিরাত কামনা করা হয়। এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post