শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : পাইকগাছার কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের চরিত্রহীণ বলে মন্তব্য করায় এবার চরম সমালোচনার মুখে পড়েছেন বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য স্থানীয় যুবলীগ নেতা সাঈদ হোসেন। সর্বশেষ ঘটনায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে। বিদ্যালয়টির স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে স্থানীয় এক সাংবাদিকের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের মনোনয়নপত্র সংগ্রহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে ছবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাশাপাশি উপস্থিত বিদ্যালয়ের শিক্ষিকাদের সম্পর্কে অশ্লীল ও কূ-রুচিপূর্ণ মন্তব্য করতে গিয়ে ঐ সুশীল তাদেরকে চরিত্রহীন বলে আখ্যা দেওয়ায় মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দৈনিক জন্মভূমির কপিলমুনি প্রতিনিধি তপন পালের পোস্ট করা ঐ ছবিতে সাঈদ কমেন্ট বক্সে লেখেন, এসব ম্যাডাম এদের গুলোর চরিত্র খারাপ সাবধান থাকবেন সাংবাদিক সাহেব। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রীতিমত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলের পক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বিদ্যালয়ের পরিচালনা পরিষদ এসএমসি’র সদস্য’র কাছ থেকে বিদ্যালয়ের শিক্ষিকাদের সম্পর্কে কূ-রুচীপূর্ণ মন্তব্যের পোস্টসহ কমেন্টস’র স্কীন শর্ট দিয়ে রেখেছেন। তার শাস্তি দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
সংশ্লিষ্ট স্টুডেন্ট কাউন্সিলার প্রার্থী জাহিন মোস্তাফিজের পিতা বিশিষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রন পারভেজ বলেন, বিষয়টি অত্যন্ত দু:খজনক। তিনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অবগত হওয়ার পর বৃহস্পতিবার এসএমসি কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এসএমসি কমিটির সদস্য আবু সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি রেজুলেশন করে কাল শিক্ষা অফিসে জমা দেওয়া হবে। এর আগে তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিঞ্জন সাহাকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়য়ে পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এব্যাপারে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post