Print Date & Time : 14 March 2025 Friday 10:03 am

ফেসবুকে হিন্দু ধর্মকে অবমাননা করে স্ট্যাটাস দেওয়ায় গ্রেপ্তার

ফেসবুক আইডি থেকে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেওয়ায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম নায়েবুর রহমান (২৪) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। শুক্রবার বিকেলে পুলিশ লাইনের কনফারেন্স রুমে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ নায়েবুর রহমান তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা ও শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেয়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষাখোলা গ্রামে অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যই ওই যুবক ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ওই পোস্ট দেয়। গ্রেফতারকৃত ওই যুবকের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম, সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//