ফেয়ার এর উদ্যোগে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৩ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রথম দিন মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুব-উল আলম হানিফ।
ফেয়ার এর নির্বাহী পরিষদের সদস্য ড. সেলিম তোহার সভাপত্বিতে অনুষ্ঠেয় মেলায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয় -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা, সমাজসেবা উপপরিচালক মো: আব্দুল কাদের, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাফর মোল্লা, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন নিসা সবুজ, ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্র অনুষ্ঠিত হয়।
মেলায় কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৩০ টি বিজ্ঞান ক্লাব নানা প্রকার বিজ্ঞান বিষয়ক প্রকল্প ও দেয়াল পত্রিকা প্রদর্শণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
দ্বিতীয় দিন সেমিনার ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি প্রকল্প ও দেয়াল পত্রিকা প্রদর্শণীসহ হেল্থ ক্যাম্প এর মাধ্যমে ব্লাড গ্রুপিং করা হচ্ছে।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post