বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয় :নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। পরে তারা দুই দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলো হলো, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, অনেক শিক্ষক এখনো পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলে যাচ্ছে। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করছে না। আমরা সেসকল দোসরদের বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই প্রশাসন তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বলেন, ফ্যাসিবাদের দোসর এবং শিক্ষার্থীদের মাঝে এখনো যারা ছাত্রলীগের সাথে জড়িত তাদের একটা লিস্ট প্রদান করলে আমরা আইনগত ব্যবস্থা নিব। তবে এ বিষয়ে জাতীয়ভাবে বিচারের প্রক্রিয়া চলছে। আমরা এ দাবি বাস্তবায়নে চলতি মাস সময় নিচ্ছি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post