নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ হত কীনা, অনেকেই সন্দেহ পোষণ করেন।
রবিবার (১৭ মার্চ) জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি মনে করি প্রতিটা দিনে বঙ্গবন্ধুকে মনে করা উচিত। শুধু ১৭ মার্চ নয়। ১৭ মার্চ একটি বিশেষ দিন, বিশেষ করে বঙ্গবন্ধুকে মনে করার। বাংলাদেশ না হলে আমাদের অস্তিত্ব থাকতো না।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post