কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে ”বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং প্রাথমিক পর্যায়ে ”শিশুদের বঙ্গবন্ধু” শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫আগষ্ট) বিকেলে উপজেলার কাস্তুল বাজারে অবস্থিত স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্বপ্নীল গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরের স ালনায় ও গ্রন্থাগারের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল গণগ্রন্থাগারের উপদেষ্ঠা পবিত্র আল-কোরআনের কাব্যানুবাদকারী মো. তৈয়ব আলী, শুভেচ্ছা সাহিত্য পরিষদ অষ্টগ্রাম’র সভাপতি রফিকুল ইসলাম ভ‚ঁইয়া, মৌলভীপাড়া গণগ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম সেলিম, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম. মোফাজ্জল হোসেন, নিরিবিলি পাঠাগারের সভাপতি ডা. সাজ্জাদ হোসাইন সমুজ, কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, বাঙালপাড়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আতাউল গনী। এ প্রতিযোগিতায় চারটি বিভাগে বিভিন্ন স্কুল-কলেজের চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় স্বপ্নীল গণগ্রন্থাগারের কোষাধক্ষ মাও. রফিকুল ইসলাম, পাঠক ফোরামের সভাপতি শরীফ উদ্দিনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ আগষ্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post