ভেড়ামারা ,কুষ্টিয়া থেকে জাহিদ হাসান:
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
গতকাল রবিবার (১০শে মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানের দীর্ঘ ২৪ বছরের শাসন, শোষণ ও নির্যাতনে অতিষ্ঠ বাঙালীদের অধিকার আদায় ও প্রাণের স্বাধীনতা অর্জন করতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারাদেশের মানুষকে একটি প্লাটফর্মে এনে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। যার মধ্যে স্বাধীনতার ঘোষণা ছিলো।
কিন্তু একটি কুচক্রী মহল ৭৫’ র ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন নস্যাৎ করে দেন। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সাল নাগাদ স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার যে ভীষণ নিয়েছেন, সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।
দীর্ঘদিন ভেড়ামারা-মিরপুরে কোন উন্নয়ন কর্মকান্ড হয়নি। আপনাদের ভালবাসায় আমার ছোটভাই কামারুল আরেফিন সংসদ সদস্য হয়েছেন। তিনি মাঠের নেতা। আপনারা ভরসা এবং আস্হা রাখেন, তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সূচিত হবে এবং তার প্রতি আমার প্রতিনিয়তই সমর্থন থাকবে। তিনি উপজেলার রায়টাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের প্রতি সহমর্মিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং সভাশেষে ক্ষতিগ্রস্হ অঞ্চল পরিদর্শন করেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’ র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক এ্যাডঃ আসগর আলী, কুষ্টিয়া ২-(ভেড়ামারা – মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম সহ সভাপতি আহাদুজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোলায়মান মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল আলম প্রাইম প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//১০ মার্চ,২০২৪//