Print Date & Time : 23 August 2025 Saturday 12:52 am

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর (বশেফমুবিপ্রবি) এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান।

রবিবার (১১ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

এর আগে শুক্রবার বিকাল দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তাকে ২৪ঘন্টা সময় বেধে দেন তারা। এছাড়াও আজ দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

পদত্যাগপত্রে অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।

উল্লেখ তার ৪ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।