বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। দিনভর আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বুধবার সকাল থেকে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।
কুয়াকাটা উপকূলীয় এলাকার উপর দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার সমুহ নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছে।

Discussion about this post