Print Date & Time : 24 August 2025 Sunday 9:05 pm

বঙ্গোপসাগরে জেলের জালে মিললো ১৩০ মন ইলিশ

গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১৩০ মন ইলিশ ।সূর্য মাঝি নামের ওই জেলে শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার সমুদ্রের অভ্যন্তরে তার জালে এসব মাছ ধরা পড়ে।

জানা যায়, বুধবার সূর্য মাঝি ১৭ জেলে সহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে যাত্রা করে। পড়ে একবার জাল টান দেয়ার পরই প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান জেলেরা।

সূর্য মাঝি জানান, আমরা সাগরে গিয়ে প্রথম খেও দেয়ার পরই জাল ভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারনে অর্ধেক জাল সাগরে মাছসহ কেটে দিয়ে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে ওঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বেশ কিছুদিন ধরে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

দৈনিক দেশতথ্য//এইচ//