গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালবীজ রোপন করা হয়েছে।
স্থানীয় তরুণদের গড়া বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
সোমবার সকাল থেকে উপজেলার জামালপুর ইউনিয়নের নাগবাড়ী-ইসবপুর সড়কের ধারে এসব তালবীজ রোপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)।
বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সভাপতি রেজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত শান্তর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেরজিনা বেগম, রনজু মিয়া, সংগঠনটির সহ-সভাপতি রমজান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য উজ্জল কুমার দেবশর্মা প্রমুখ।
বন্ধন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত শান্ত বলেন, আমাদের এই এলাকায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়ে থাকে। তালগাছ এ দুর্ঘটনা থেকে অনেকটা রক্ষা করতে পারে বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে সবার বাড়ির আঙিনায় তালবীজ রোপন করা দরকার। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালবীজ রোপন করি।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post