হেলাল উদ্দিন দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ মোল্লা। বুধবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দেড় হাজার মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় স্হানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আসাদ মোল্লা বলেন,আমার এলাকাবাসীর সকল প্রয়োজনে আমি পাশে ছিলাম,থাকবো।
আগামীতেও এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। শীতার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এছাড়াও বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫,২০২৪//

Discussion about this post