কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্ভর) ১১:০০ ঘটিকায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গির্জা/চার্চের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
এ ছাড়া আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কুষ্টিয়া, পলাশ কান্তি নাথ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া, শেখ ওবায়দুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) ডিবি, কুষ্টিয়া, মুরাদুল ইসলাম সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড জাকের আলী শুভ সহ খ্রিস্টান সম্প্রদায়ের যাজক ও নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য //ডিসেম্বর

Discussion about this post